Type Here to Get Search Results !

কৃষকদের গড় আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


খাদ্যশস্য উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করে তুলতে কৃষি দপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই না, কৃষকদের গড় আয় দ্বিগুণ করার লক্ষ্যেও কাজ করছে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। বুধবার মহাকরণে বসে সাংবাদিক সন্মেলন করে জানালেন রাজ্য কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়। তিনি জানান, ধান হল রাজ্যের প্রধান ফসল। রাজ্যের মোট চাষ যোগ্য ৪ লক্ষ ৮৭ হাজার হেক্টর জমি ধান চাষের আওতায় রয়েছে।২০১৭-১৮ সালে রাজ্যে চালের চাহিদা ছিল ৮.২৬ লক্ষ মেট্রিক টন। ২১-২২ সালে তা বেড়ে দাড়িয়েছে ৮.৬২ মেট্রিক টন। রাজ্যে ২০১৭-১৮ সালে মোট ধান উৎপাদনের পরিমান ছিল ৮.১২ এম টি, ২১-২১ বর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.১৪ এম টি।  বিগত ৫ বছরে রাজ্যের কৃষকদের প্রয়োজনমত সার ,বীজ ও পরিবহন খাতে সাব সিডি বাবদ খরচ করেছে ৪১ কোটি ৮৫ লক্ষ টাকা। রাজ্যের কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পে কৃষকদের কল্যাণে বিশেষ করে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়। কিষান ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু কেন্দ্র, কৃষি যন্ত্রপাতি বিতরন, সয়েল হেলথ কার্ড বিতরন সমস্ত ক্ষেত্রেই দারুন সাফল্য অর্জন করেছে রাজ্য কৃষি দপ্তর। এক বিশ্ব- এক পরিবার- এক ভবিষ্যত – এই দৃষ্টিভঙ্গীকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন ধরনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।


** বিজ্ঞাপন **


আরশিকথা ত্রিপুরা সংবাদ

ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৫ এপ্রিল ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.