Type Here to Get Search Results !

বাংলাদেশ দ্রুতই আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তির টাকা পাবেঃ আরশিকথা দেশ-বিদেশ

নিজস্ব প্রতিনিধি,,আরশিকথাঃ

বাংলাদেশ খুব দ্রুতই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির টাকা পাবে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিসটালিনা জর্জিভা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রিটচ কার্লটন হোটেলে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানসহ অনেকে।

বাংলাদেশ আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে জানতে চাইলে ক্রিসটালিনা জর্জিভা জানান, খুব দ্রুতই এটি হবে; এ বিষয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কথা হয়েছে। খুব দ্রুতই পরবর্তী কিস্তির টাকা দেয়ার ব্যাপারে আইএমএফ দৃঢ়প্রতিজ্ঞ। এরই মধ্যে এটি অনুমোদন হয়ে গেছে। তাই যখন যেভাবে দেয়ার কথা রয়েছে, ঠিক সময়েই সেগুলো দেয়া হবে।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক আহমদ কায়কাউস। এছাড়া তাকে স্বাগত জানাতে জড়ো হন উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনটি খাতে ১৩ হাজার কোটি টাকার বেশি অর্থ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। এছাড়া বাংলাদেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৩০ এপ্রিল ২০২৩


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.