কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডির উপস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
সভায় কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতি, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, মুখ্যসচিব জে কে সিনহা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় আলোচনাকালে কেন্দ্রীয় ডোনার, পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কেন্দ্রীয় প্রকল্পগুলি রূপায়ণে সরকারি আধিকারিকদের আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করতে হবে। প্রকল্পগুলি রূপায়ণে ১০০ শতাংশ সাফল্যও সুনিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় প্রকল্পগুলির সুফল সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে যাতে পৌঁছায় তার জন্য প্রশাসনিক আধিকারিকদের একযোগে কাজ করতে হবে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১১ এপ্রিল ২০২৩