নেশা বিরোধী অভিযানের সাফল্য পেলো বিশালগড় থানার পুলিশ।তবে এদিন নেশা কারবারিকে গ্রেফতার করতে পারেনি তারা। রবিবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ ও টি এস আর বাহিনী বিশালগড় নিউমার্কেট এর পাশে লোহার ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু পুলিশ আসার টের পেয়ে নেশা কারবারি নেশার ট্যাবলেট ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আজ বিশালগড় থানার পুলিশের কাছে খবর আসে যে বিশালগড় নিউমার্কেট লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট মজুদ রয়েছে। সেই গোপন খবরের ভিত্তিতে আজ বিশালগড় থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এবং প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধার করে। কোন নেশা কারবারিকে এদিন আটক করতে পারেনি পুলিশ।তবে পুলিশ এই ব্যাপারে একটি মাদক বিরোধী আইনে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। একসাথে এত পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধারের ঘটনায় গোটা এলাকার সাধারণ জনমণে স্বস্তি ফিরে এসেছে।তথ্য ও ছবিঃ তন্ময় বণিক
আরশিকথা ত্রিপুরা স্বংবাদ
২ এপ্রিল ২০২৩