আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সফল পরিবেশনার উদাহরণে দর্শকদের মনে দাগ কাটলো "বাদল কোলাজ"ঃ ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা, আরশিকথাঃ


    গত ২৭ শে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে ধর্মনগরে লার্নার্স এডুকেশনাল সোসাইটির উদ্যোগে এক নাট্যউৎসব এর আয়োজন করা হয়। এই নাট্যউৎসবে মীরাকী  নাট্যদল নিজেদের প্রযোজনা "বাদল কোলাজ" পরিবেশন করে।


    পরিচালক মনোজিৎ দেবরায় জানিয়েছেন প্রখ্যাত নাট্যকার বাদল সরকারকে উৎসর্গ করেই তারা এই উপস্থাপনা এনেছেন। এইদিন ছিলো চতুর্থ মঞ্চায়ন। নাটকটি এর আগেও দুইবার আগরতলা শহরে আর একবার শিলচরে সফলভাবে মঞ্চায়ন হয়েছে।

    দর্শকদের কাছে জানা গেছে নাটকটি তারা উপভোগ করেছেন, প্রায় ৫০ মিনিটের নাটকে কোথাও নাটকটির গতি কমেনি, নাট্যকার চরিত্রে পরিচালক নিজে অভিনয় করেছেন তার অভিনয় মানুষকে বেশ কিছু জায়গায় হাসাতে পেরেছে।

    সস্তা অর্থাৎ সমাজের গরীব শ্রেণীর লোকেদের প্রতিনিধিত্ব করা চরিত্রে অভিনয় করেছেন উত্তম চক্রবর্তী তার অভিনয় দিয়ে মানুষকে আবারো কোথাও প্রশ্নের মুখে ফেলেছে।

    নাটকের বাকি কলাকুশলী সুরজীৎ দাস,বুদ্ধদেব সাহা, অভীপ্সা বনিক, জয়া চক্রবর্তী নাটকটিকে সুন্দর ভাবে এগিয়ে নিতে নিজস্ব ভূমিকা যথার্থভাবেই পালন করেছেন ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২রা এপ্রিল ২০২৩
     

    3/related/default