শাসক দল ভারতীয় জনতা পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস ৬ এপ্রিল, বৃহস্পতিবার। এই উপলক্ষে গোটা দেশব্যাছপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশের দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন সকাল ৯ টা ৪৫ মিনিটে। ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পালিত হবে এই প্রতিষ্ঠা দিবস। ১৪ এপ্রিল ড. বি আর আম্বেদকরের জন্মদিন। এই দিন পর্যন্ত নানা সমাজসেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য। তিনি বলেন, স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ উৎসব থেকে শুরু করে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই সামাজিক ন্যারয় সপ্তাহে। শ্রী ভট্টাচার্য বলেন, মাত্র ৪৩ বছর বয়সেই ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহত রাজনৈতিক দল।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৫ এপ্রিল ২০২৩