Type Here to Get Search Results !

ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দ্রুতগতিতে উন্নয়নের দিশায় এগিয়ে চলছে : কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। যা এই অঞ্চলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটি ভালো দিক। মঙ্গলবার সচিবালয়ের ২নং কনফারেন্স হলে উদয়পুর মেলাঘর সড়কের উন্নীতকরণ এবং ২০ শয্যা বিশিষ্ট লংতরাইভ্যালি মহকুমা হাসপাতাল সম্প্রসারণের ভার্চুয়ালি উদ্বোধন করে কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী (ডোনার) জি কিষাণ রেড্ডি একথা বলেন।

অনুষ্ঠানে এছাড়াও তিনটি প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস করেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী। এই প্রকল্পগুলি হলো- মনু বনকুলস্থিত ধম্মদীপা স্কুলের বালিকা আবাস, আগরতলার রামনগরস্থিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দির বিদ্যালয়ের ভবন-কাম-শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ও উদয়পুরের ফুলকুমারীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দ্রুতগতিতে উন্নয়নের দিশায় এগিয়ে চলছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদের পাশাপাশি শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ রয়েছে। এগুলিকে কাজে লাগিয়ে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয়মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে উন্নয়নের ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে। এছাড়াও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বরিষ্ঠ আধিকারিকগণ এখন থেকে নিয়মিত উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলি পরিদর্শন করবেন এবং উন্নয়নের রূপরেখা তৈরি করবেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

১১ এপ্রিল ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.