সারা ভারত কৃষক সভার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মঙ্গলবার। এ উপলক্ষে সংগঠনের অফিসে উত্তোলন করা হয় পতাকা। উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ মতিলাল সরকার,রতন দাস, কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্র করসহ অন্যান্যরা।
এ ব্যাপারে বলতে গিয়ে কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্র কর বলেন, এই সংগঠনটি তৈরি হয়েছিল ১৯৩৪ সালে। পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা একত্রে গর্জে ওঠার জন্য এই সংগঠন তৈরি হয়েছিল।তিনি দাবি করেন সারা ভারত কৃষক সভা গোটা দেশ তথা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় সংগঠন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১১ এপ্রিল ২০২৩