Type Here to Get Search Results !

বর্তমান মুখ্যমন্ত্রীর মাকে দেখতে হাসপাতালে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মা সূর্য বালা সাহা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে শুক্রবার জিবি হাসপাতালে যান দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও মানিক সরকার।

মানিক সরকার হাসপাতালে গিয়ে সূর্য বালা সাহার স্বাস্থ্যের খোঁজ নেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন। মানিক সরকারের সঙ্গে তার স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্য ছিলেন। এদিকে একই দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব জিবি হাসপাতালে যান ডাক্তার মানিক সাহার মায়ের চিকিৎসার খোঁজ নিতে। তিনি বৃদ্ধা সূর্য বালা সাহার দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, সূর্য বালা সাহার বয়স ৮৪ বছর।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

২৮ এপ্রিল ২০২৩