প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিজেপির সাংসদরা দেশজুড়ে বিভিন্ন জনস্বার্থমূলক কর্মসূচি পালন করছেন। তারই অঙ্গ হিসেবে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব তিন জেলায় তিনটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করছেন।
শুক্রবার প্রথম শিবিরটি হয় মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। সকাল সাড়ে দশটা থেকে শিবির শুরু হয়। উপস্থিত ছিলেন খোদ সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও এলাকার বিধায়ক তথা কৃষি মন্ত্রী রতন লাল নাথ। শিবিরের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ছিলেন। বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। শনিবার সাংসদ স্বাস্থ্য শিবির হবে খোয়াই টাউন হলে। তারপর ৩০ এপ্রিল স্বাস্থ্য শিবির হবে দক্ষিণ জেলার শান্তির বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে। দুটিতেই উপস্থিত থাকবেন বিপ্লব কুমার দেব। তিনি জনগণকে এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানান।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২৮ এপ্রিল ২০২৩