আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সরকারিভাবে সস্তায় মাছের কাউন্টার

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বাংলা নববর্ষে খাদ্যরসিক বাঙ্গালীদের জন্য নতুন এক সুযোগ নিয়ে এলো রাজ্যের মৎস্য দপ্তর। দপ্তরের অন্তর্গত এপেক্স সোসাইটির মাধ্যমে কম দামে গুণমান সম্পন্ন ইলিশ সরবরাহ করা হবে। শুক্রবার মহারাজগঞ্জ বাজারে সরকারিভাবে মাছ বিক্রির তিনটি কাউন্টারের উদ্বোধন করেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

    তিনি এই উদ্যোগের জন্য এপেক্স সোসাইটির চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক সুভাষ দাসকে ধন্যবাদ জানান, সঙ্গে অবশ্যই সোসাইটির কার্যকর্তাদের। মন্ত্রী বলেন, ১লা বৈশাখ সবাই যেন ভালো মানের সস্তায় মাছ নিতে পারেন তার জন্য মহারাজগঞ্জ বাজারে তিনটি কাউন্টার চালু করা হয়েছে। সারা রাজ্যে মোট ১৫ টি কাউন্টারে কম দামে ভালো মানের মাছ পাওয়া যাবে। ইলিশ মাছ এই কাউন্টারগুলিতে সস্তায় পাওয়া যাবে বলে জানান মন্ত্রী।
    এদিকে রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মন্ত্রী শ্রী দাস। তিনি সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন। এদিকে সরকারিভাবে মাছের কাউন্টার খোলায় প্রথম দিনেই ভোজনরসিক ক্রেতাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ১৪ এপ্রিল ২০২৩
     

    3/related/default