ইন্দ্রনগরস্থিত গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেড প্রাঙ্গণে শুক্রবার এক অনুষ্ঠানে ফ্লেভারড লস্যি ও ফ্লেভারড মিল্ক পার্লারের উদ্বোধন হয়।
পার্লারের উদ্বোধন করেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সমীর চন্দ্র দাস।এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, কিষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা, যুব মোর্চা নেতৃত্ব ভিকি প্রসাদ সহ অন্যান্যরা।এই পার্লারে এখন থেকে গোমতী মিল্কের ফ্লেভারড লস্যি ও ফ্লেভারড মিল্ক পাওয়া যাবে। প্রতি ২০০ মিলিলিটার ফ্লেভারড লস্যি ও ফ্লেভারড মিল্কের মূল্য ৩০ টাকা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১৪ এপ্রিল ২০২৩