আগরতলা পুর নিগমের উন্নয়নমূলক কাজের গতিধারাকে সক্রিয় রাখতে সোমবার পুর নিগমের সভায় পেশ হল ভোট অব অ্যাকাউন্টস। আগরতলা পুর নিগমের সভা কক্ষে কর্পোরেটরদের উপস্থিতিতে পেশ হয় ভোট অব অ্যাকাউন্টস। আগামী চার মাসের জন্য ঐ বাজেটে অনুমিত ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১৪২ কোটি টাকা। আগামী ২৬ এপ্রিল পুর নিগমে বসতে চলেছে বাজেট অধিবেশন। সেই অধিবেশনে পাশ করা হবে এই ভোট অব অ্যাকাউন্টস।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২৪ এপ্রিল ২০২৩