সোমবার পঞ্চাশ বছরে পা দিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন তেণ্ডুলকর।শচীন তেণ্ডুলকরের জন্মদিন পালন করছে সারা বিশ্ব। ভারতীয় কিংবদন্তিকে সম্মান জানাতে বিশেষ দিনটিই বেছে নিয়েছে সিডনির ক্রিকেট কর্তারা। এদিন শচীনের নামাঙ্কিত একটি গেট উদ্বোধন করল অস্ট্রেলিয়ার বিখ্যাত স্টেডিয়াম সিডনি ক্রিকেট গ্রাউন্ড। সঙ্গে যুক্ত করা হয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার নামও । এবার থেকে সফরকারী দলগুলি এই গেট দিয়েই মাঠে ঢুকবেন বলে জানিয়েছে সিডনির ক্রিকেট প্রশাসন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে এই মাঠেই প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ছিলেন মাস্টার ব্লাস্টার।
আরশিকথা দেশ-বিদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৪ এপ্রিল ২০২৩