ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে ৫৩তম অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ৮ এবং ৯ এপ্রিল। আই এম এ হাউসে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।শুক্রবার সংস্থার পক্ষ এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানানো হয়। কনফারেন্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রিসার্চ ওয়ার্ক নিয়ে সাজানো হয়েছে দু’দিনের নানা অনুষ্ঠান। এদিকে রাজ্যের তিনজন চিকিৎসককেও সম্মাননা জানানো হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনে রাজ্য সভাপতি ডাঃ দামোদর চাটার্জি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসো”র রাজ্য সম্পাদক ডাঃ এ কে চাকমা, কার্যকরী সম্পাদক ডাঃ রাজীব দেবনাথসহ অন্যান্যরা।
** বিজ্ঞাপন **
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৭ এপ্রিল ২০২৩