আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এনআইটি আগরতলার পক্ষ থেকে ইসরোকে বায়ু দূষণ পরিমাপক যন্ত্র

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা আরশিকথাঃ


    এনআইটি আগরতলার পক্ষ থেকে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রতিনিধির হাতে একটি বায়ু দূষণ পরিমাপক যন্ত্র তুলে দেওয়া হয়।

    বিশ্বেশ্বরাইয়া অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে এনআইটি আগরতলার ডিরেক্টর অধ্যাপক হরিশ কুমার শর্মা এই যন্ত্রটি ইসরোর প্রতিনিধির হাতে তুলে দেন। এনআইটি আগরতলা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনীয়ারিং ডিপার্টমেন্টের সহকারি অধ্যাপক ড. মিত্রবরুণ সরকারের তত্ত্বাবধানে ছোট আকারে ও বহনযোগ্য এই বায়ু দূষণ পরিমাপক যন্ত্রটি তৈরি করা হয়েছে। যন্ত্রটির বিষয়ে আলোচনা করতে গিয়ে ড. মিত্রবরুণ সরকার জানান, উদ্ভাবিত এই যন্ত্রটি অনেক কম দামে পাওয়া যাবে। যেকোন জায়গায় বহনযোগ্য এই যন্ত্রটির দাম হবে প্রায় ১০ হাজার টাকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসরোর প্রতিনিধি এন সুধীর কুমার, ড. এস পি আগরওয়াল প্রমুখ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৭ এপ্রিল ২০২৩
     

    3/related/default