বর্তমানে রাজ্যে নতুন করে বেশ কয়েকটি করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। এবার কৈলাসহর শহরের বৌলাপাশা এলাকায় করোনা আক্রান্ত আট মাসের শিশু। চাঞ্চল্য গোটা জেলাজুড়ে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলার সার্ভিলেন্স অফিসার ডা. শংখ শুভ্র দেবনাথ এ খবরটি জানান। উল্লেখ্য, পনেরোই এপ্রিল থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত ঊনকোটি জেলায় আটজন করোনা আক্রান্ত হয়েছেন। ডা. শঙ্খ শুভ্র দেবনাথ জানান, আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন। তাদের প্রয়োজনীয় ঔষুধপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।
রাজ্যে করোনায় আক্রান্ত ৮ মাসের শিশু
এপ্রিল ২৭, ২০২৩
0
নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
Tags