রাজ্য শিল্প উন্নয়ন নিগমের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করলেন নবনিযুক্ত চেয়ারম্যান নবাদল বণিক। বুধবার রাজ্য শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করলেন নবাদল বনিক। এর আগে চেয়ারম্যান ছিলেন বর্তমান যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিংকু রায়। ২০১৮ সালে বিজেপি যুব মোর্চার সভাপতি থাকাকালীন শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান হয়েছিলেন বর্তমান মন্ত্রীসভার সদস্য টিংকু রায়। এবার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর শুভেচ্ছার বন্যায় ভাবছেন নবাদল বণিক। বুধবার চেয়ারম্যানের দায়িত্বভার নিয়ে নবাদল তাকে নিযুক্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, রাজ্যের যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাবে রাজ্য শিল্প উন্নয়ন নিগম।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১২ এপ্রিল ২০২৩