আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খুন এক যুবক। ঘটনা পূর্ব প্রতাপগড় এলাকায়। নিহত যুবকের নাম দীপঙ্কর ঘোষ। পেশায় বিউটিশিয়ান দীপঙ্কর।
নিখোঁজের সাতদিন পর উদ্ধার হলো দীপঙ্করের দেহ। পুলিশি তদন্তে গাফিলতি থাকার কারণেই দীপঙ্করের মৃত্যু বলে অভিযোগ মৃতের আত্মীয় পরিজনদের। এদিকে, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পূর্ব থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঘটনার পর থেকে তদন্ত জারি রেখেছেন। সন্দেহমূলকভাবে কৃষ্ণ ঘোষকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। প্রয়োজনে তাকে আবার থানায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১২ এপ্রিল ২০২৩