রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজ হয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে সারাদেশে আন্দোলন কর্মসূচি গ্রহণ করে কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে শনিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না প্রদর্শনের কর্মসূচি হাতে নেওয়া হয়।
কিন্তু রবীন্দ্রভবনের সামনে যেতেই পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায়। পুলিশ আন্দোলনকারীদের অস্থায়ীভাবে গ্রেফতার করে নিয়ে যায়।উক্ত কর্মসূচিতে ছিলেন পি সি সি সভাপতি বিরজিৎ সিনহাসহ যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং এনএসইউআই-এর সদস্যরা। শ্রী সিনহা পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে। পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছে। শাসক দল কংগ্রেসকে ভয় পেয়েই এইসব করছে বলে মন্তব্য করেন তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৮ এপ্রিল ২০২৩