গত দু'দিন ধরে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। প্রখর রোদে গরমে অস্বস্তি সাধারণ মানুষের। বাড়ছে ঠান্ডা পানীয়ের চাহিদা। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারিত হয় ২০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নির্ধারিত হয় সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি আর সর্বনিম্ন ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরসূত্রে এই তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রবিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৮ এপ্রিল ২০২৩