নয়াদিল্লিতে ম্যালেরিয়া সংক্রান্ত আলোচনাচক্রে মুখ্যমন্ত্রী

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সোমবার নয়াদিল্লিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। ম্যালেরিয়া সংক্রান্ত এই আলোচনাচক্রে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন। ম্যালেরিয়া প্রতিরোধের ক্ষেত্রে রাজ্যের পদক্ষেপ এবং আগামীদিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। আগামীদিনে ম্যালেরিয়াকে শূন্যের কোঠায় নিয়ে আসার ক্ষেত্রে তিনি আশা প্রকাশ করেন। 

স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, সবক্ষেত্রে আমরা পূর্ণ সহযোগিতা পাচ্ছি।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত 

২৪ এপ্রিল ২০২৩
 

3/related/default