বৃহস্পতিবার রাজ্য বিজেপির তরফে প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন প্রদেশ বিজেপি সভাপতি দেওয়াল লিখনের মধ্য দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা করেন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীকে লোকসভা নির্বাচনের দুটি আসন উপহারস্বরূপ দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ রাজ্য বিজেপি।শাসক দল ভারতীয় জনতা পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার থেকে শুরু করে সাড়ম্বরে উদযাপন অনুষ্ঠান চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার সারা দেশের সাথে রাজ্যেও প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে।
এদিন সকালে কৃষ্ণনগর দলীয় মুখ্য কার্যালয়ে মূল অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণ শোনেন প্রদেশ নেতৃবৃন্দ।ওই সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যসহ দলের সকল স্তরের নেতৃত্ব ও দলীয় কার্যকর্তারা। এদিকে দলের প্রতিষ্ঠা দিবসেই লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীকে লোকসভা নির্বাচনের দুটি আসন উপহারস্বরূপ দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ রাজ্য প্রদেশ বিজেপি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৬ এপ্রিল ২০২৩