খুব শীঘ্রই ভেটেরেনারি কলেজ পাচ্ছে ডিজিটাল ক্লাসরুম। বৃহস্পতিবার ভেটেরিনারি কলেজ পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
তিনি বলেন, চাহিদা অনুযায়ী পরিকল্পনা রয়েছে হোস্টেল তৈরিরও। দপ্তরের দায়িত্ব নেবার পর থেকেই কর্মসংস্কৃতি খতিয়ে দেখতে মাঝে মধ্যেই নিজের দপ্তরের বিভিন্ন অফিসে হানা দিচ্ছেন মন্ত্রী। পাশাপাশি কাজকর্মের গতি আনতেও নানা উদ্যোগ নিচ্ছেন তরুণ এই মন্ত্রী।বৃহস্পতিবার ভেটেরিনারি কলেজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য এটা একটা ভাল সুযোগ। রাজ্য থেকেই তারা ডিগ্রি লাভ করতে পারবে। তিনি বলেন,দাবি উঠেছে ডিজিটাল ক্লাসরুমের। ইতিমধ্যেই এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ানো হবে ক্লাসরুমও।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৬ এপ্রিল ২০২৩