আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিচার বিভাগীয় তদন্তের দাবি মৃত প্রবীর লোধের পরিবারেরঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    এস ডি পি ও’র তদন্তে সন্তুষ্ট নন মৃত প্রবীর লোধের পক্ষে আইনজীবী। বিচার বিভাগীয় তদন্তের দাবি করলেন তারা। আগামী সপ্তাহে ত্রিপুরা হাইকোর্টে মামলা দায়ের করবেন বলে জানান মৃতের পরিবারের পক্ষে আইনজীবী রঘুনাথ মুখার্জি।

    তিনি বলেন, এই ঘটনায় পুলিশ অফিসার মৌসুমী দেববর্মার বিরুদ্ধে মৃত্যু্র জন্য প্ররোচনা এবং আশালতা দেববর্মার বিরুদ্ধে ব্ল্যামকমেল করার অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে রাজধানীর বিদ্যাসাগর চৌমুহনী এলাকার ডি এম অফিসের ইউডিসি প্রবীর লোধ ফাঁসিতে আত্মহত্যা করে। তার বিরুদ্ধে আশালতা দেববর্মা ধর্ষণের মামলা দায়ের করেছিলেন পূর্ব মহিলা থানায়।

    মহিলা পুলিশ অফিসার মৌসুমী দেববর্মা প্রবীর লোধকে থানায় ডেকে এনে তাকে মানসিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন মৃত প্রবীর লোধের স্ত্রী।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৬ এপ্রিল ২০২৩
     

    3/related/default