আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এসসি জাল সার্টিফিকেট বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে সরাসরি সাসপেন্ড : মন্ত্রী সুশান্ত দাস

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    যেকোনো মূল্যের সরকারি অফিসের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা হবে। এআরডিডি ফিসারি এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের বিরুদ্ধে ওঠা কলঙ্ক ঘোচানো হবে। সেই সাথে এসসি জাল সার্টিফিকেট বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করা হবে।

    মঙ্গলবার তপশিলী জাতি কল্যাাণ দপ্তরে পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার লেইক চৌমুহনীস্থিত তপশিলী জাতি কল্যাণ দপ্তর পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে গিয়েই তিনি বলেন, এটি তার রুটিন ভিজিট। তিনটি দপ্তরের বিরুদ্ধে ওঠা কলঙ্ক ঘুচানোর লক্ষ্যেই তার এই ধরনের দপ্তর পরিদর্শন। মহাকরণে বসে কাজ করার পাশাপাশি দপ্তরগুলিতেও গিয়েও তিনি কাজ খতিয়ে দেখতে চান বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ১১ এপ্রিল ২০২৩
     

    3/related/default