উন্নত ত্রিপুরা গড়ে তোলার প্রয়াস নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ধারাতেই বিকশিত হচ্ছে ত্রিপুরা। মঙ্গলবার আগরতলায় রাজ্যের অগ্রগতির ছবি তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জি কিষান রেড্ডী।
মঙ্গলবার মহাকরণে রাজ্যের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জি কিষাণ রেড্ডির পৌরহিত্যে হয় ঐ পর্যালোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সভার আগে বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়ালী শিলান্যাসও করেন কেন্দ্রীয়মন্ত্রী জি কিষাণ রেড্ডি। গুরুত্বপূর্ণ বৈঠকে পর্যালোচনা করা হয় ভারত সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সাফল্য ও দুর্বলতা নিয়ে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১১ এপ্রিল ২০২৩