১৯ মে ৬২ তম ভাষা শহিদ দিবসের অনুষ্ঠানে বিশ্বের প্রথম মহিলা ভাষা শহিদ কমলা ভট্টাচার্যের নামে পোষ্ট কার্ডের আনুষ্ঠানিক উন্মোচন হল। শিলচর গান্ধিবাগের মূল অনুষ্ঠান স্থলে পোস্ট কার্ডটির উন্মোচন করেন রেখা দেব। চতুরঙ্গ ফিলাটেলিক ও নুমিসমেটিক সোসাইটি, শিলচর পোস্ট কার্ডটির উদ্যোক্তা। উন্মোচনের পর শহরবাসীর মধ্যে বিলি করাও হয়। উদ্দেশ্য শহরবাসী দেশ ও বিদেশের নিজেদের বন্ধু স্বজনদের পাঠান যাতে কমলা ভট্টাচার্যের বাংলা ভাষার জন্য আত্মবলিদানের কথা আরও বেশি প্রচারিত হয়।
অন্যদিকে, ভাষা শহিদ কমলা ভট্টাচার্যের নামে ডাক টিকিট প্রচলনের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ্রন রেখা দেব। বিশ্বের প্রথম মহিলা ভাষা শহিদের নামে স্মারক ডাক টিকিট প্রচলনের জন্য দীর্ঘ দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। কমলা ভট্টাচার্যের নামে একটি সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার তিনি সভানেত্রী। সত্তরোর্ধ রেখা দেবের এক মাত্র ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে কমলার নামে ডাক টিকিট প্রচলনের। তিনি তাঁর জীবদ্দশায় এই স্বপ্ন পূরণ করতে চান। তিনি প্রচণ্ড আশা বাদী এক দিন তাঁর স্বপ্ন পূরণ হবে। ডাক টিকিট প্রচলনের মাধ্যমে ভারতবাসীর কাছে বাংলা ভাষার প্রথম মহিলা শহিদের বীরত্ব গাঁথা পৌঁছে দিতে চান তিনি।
আরশিকথা হাইলাইটস
২০শে মে, ২০২৩