সেদিন
কয়েকখন্ড সিসা
এগারটি তাজাপ্রাণ
দেহ ভেদ করে মায়ের বুকে
এঁকেছিল অমানিশা!
এহেন নিষ্ঠুর অন্যায়-
রচনা করে ঘৃণার অধ্যায়-
সভ্যতার বিপর্যয়!
শয়তান যারা ওরা ভেবেছিল
নিমেষেই প্রমাণ করেদিলাম মাতৃপ্রেম যথা মাতৃদুগ্ধের নামে অঙ্কিত ভাষার তরে যারা মরে
এটা তাঁদের বৃথা প্রাণ অপচয়!
কিন্তু ওরা জানেনা
রক্ত কখ্খনো বৃথা যায়না।
ঊনিশ মরেনা কোনদিন।।
- রতন আচার্য, ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২০ মে, ২০২৩