"ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর" এমন প্রতিপাদ্য বিষয়ের উপর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোড়েলগঞ্জ এপির আয়োজনে মে মোমেন্ট ২০২৩ বিষয়ে মোড়েলগঞ্জ এপির সকল সহায়তাকারীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২ মে(মঙ্গলবার) মোড়েলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মোড়েলগঞ্জ এপি হলরুমে সকাল ১০ টায় মে মোমেন্ট উপলক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন এপি ম্যানেজার লাকী বিশ্বাস,প্রোগ্রাম অফিসার রিপন হালদার ও এপির অন্যান্য প্রোগ্রাম অফিসার।এছাড়াও এদিন এপির ৪৮ জন সহায়তাকারীরা অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশনেয়।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২ মে, ২০২৩