আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মোড়েলগঞ্জ এপির আয়োজনে মে মোমেন্ট বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিতঃ বাংলাদেশ

    আরশি কথা

    উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ


    "ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর" এমন প্রতিপাদ্য বিষয়ের উপর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোড়েলগঞ্জ এপির আয়োজনে মে মোমেন্ট ২০২৩ বিষয়ে মোড়েলগঞ্জ এপির সকল সহায়তাকারীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

    ২ মে(মঙ্গলবার) মোড়েলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মোড়েলগঞ্জ এপি হলরুমে সকাল ১০ টায় মে মোমেন্ট উপলক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন এপি ম্যানেজার লাকী বিশ্বাস,প্রোগ্রাম অফিসার রিপন হালদার ও এপির অন্যান্য প্রোগ্রাম অফিসার।এছাড়াও এদিন এপির ৪৮ জন সহায়তাকারীরা অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশনেয়।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ২ মে, ২০২৩

     

    3/related/default