আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কচুয়া এপির আয়োজনে মে মোমেন্ট বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিতঃ বাংলাদেশ

    আরশি কথা

    উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ


    "ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর" এমন প্রতিপাদ্য বিষয়ের উপর বাগেরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে মে মোমেন্ট ২০২৩ বিষয়ে কচুয়া এপির সকল সহায়তাকারীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।



     ২ মে(মঙ্গলবার) কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কচুয়া তন্ময় মিলনায়তনে সকাল ১১ টায় মে মোমেন্ট উপলক্ষে ১ দিনের ওরিয়েন্টেশন  কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে প্রথমে কচুয়া উপজেলা চত্বর থেকে একটি সংক্ষিপ্ত রেলি বের হয়।এরপর তন্ময় মিলনায়তনে এ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন এপির প্রোগ্রাম অফিসার কল্লোল বেনজামিন দাস,সমর হালদার,ইশিতা বৈরাগী,শিউলি কস্তা,স্পন্সরশীপ প্রকল্পের অফিসার ক্রিস্টিয়ানা রাখি।এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।এদিন এপির প্রায় ৮৪ জনের মতো সহায়তাকারীরা অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশনেয়।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ২ মে,২০২৩

     

    3/related/default