আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পারস্পরিক সহযোগিতায় খুশি বাংলাদেশ-ভারত

    আরশি কথা

    প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর, আরশিকথাঃ পারস্পরিক সহযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (মে ১১) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এ সাক্ষাতে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, সাক্ষাতে উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করে।

    সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতির অবস্থা নিয়ে আলোচনা করেন।

    আগামী ১২ ও ১৩ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন এবং আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলন নিয়েও আলোচনা করেন তারা। স্বল্পোন্নত দেশের মানুষের স্বার্থকে এগিয়ে নিতে ভারত উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জয়শঙ্কর বলেন, এ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অনেক বড়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ । ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১২ই মে, ২০২৩


     

    3/related/default