উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের আজকের উন্নয়নের পেছনের সবচেয়ে বড় ক্ষেত্র আইসিটি। আইসিটি ক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে। বর্তমানে এই খাত থেকে বাংলাদেশের আয় ১.৫ বিলিয়ন। এর পেছনের কারিগর সজীব ওয়াজেদ জয়। আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের মধ্যে ১০ লাখ ফ্রিল্যান্সার তৈরি করবো। তিনি ১২ মে (শুক্রবার) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এ মেলার উদ্বোধন করেন। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ব্যাবসা সম্প্রসারনের জন্য জেলার ৪০ জন নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক ও ২০ জন ফ্রিল্যান্সারকে একটি করে ল্যাপটপ প্রদান করেন। দেশের তথ্য প্রযুক্তি সংশ্লিট ৩৫ প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়।আরশিকথা বাংলাদেশ সংবাদ
১২ইমে, ২০২৩