Type Here to Get Search Results !

নগরকান্দা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন জামাল হোসেন মিয়াঃ ফরিদপুর, বাংলাদেশ

মোঃ শাহ্ জালাল, ফরিদপুর, আরশিকথাঃ


ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। ৬ মে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পাঠানো  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জামাল হোসেন মিয়াকে এ দায়িত্ব প্রদান করা হয়। জামাল হোসেন মিয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেছেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া সরকারি চাকুরিতে যোগদান করার কারণে দলের সাধারণ সম্পাদক এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সম সাময়িক সময়ে যা এক বিশাল সাংগঠনিক শূন্যতার শামিল। চিঠিতে আরও উল্লেখ করেছেন, দলের গঠনতন্ত্র মোতাবেক এই শূন্য পদে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে পরবর্তী সম্মেলনের পূর্ব পর্যন্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হলো।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৭ই মে, ২০২৩