পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মান এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী সমাবেশ- ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মে) দিনব্যাপী জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে কবি জসিমউদদীন হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন উপজেলার মোট ৫ শতাধিক পাটচাষী এই সমাবেশ অংশ নেয়।
ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাট অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক ড.সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) দীপক কুমার সরকার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ এসপি) মোঃ ইমদাদ হুসাইন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল রাজ্জাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমীন। সমাবেশে অতিথিবৃন্দ পাটচাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিভিন্ন পরামর্শ দেন।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ঢাকা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান খান।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৮ই মে, ২০২৩