মোঃ শাহ্ জালাল, ফরিদপুর, বাংলাদেশঃ
ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (চেতনায় মহান মুক্তিযুদ্ধ) এর প্রথম সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ আজ শনিবার বিকাল ৫টায় ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ এ্যাভলুম ক্যাফেটারিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর আহবায়ক ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রথম পর্বে বক্তব্য রাখেন দৈনিক খবরের ফরিদপুর প্রতিনিধি মো: আবুল হোসেন আজাদ,ডেইলি অবজারভারের ফরিদপুর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু,বাংলা সংবাদ এর বার্তা সম্পাদক ওয়ালী নেওয়াজ বাবু,দৈনিক বাংলা৭১ এর ফরিদপুর প্রতিনিধি দিলীপ চন্দ,গ্লোবাল টেলিভিশন এর ফরিদপুর প্রতিনিধি আনিসুর রহমান,দৈনিক মানবজমিন এর চরভদ্রাসন প্রতিনিধি মনির হোসেন পিন্টু প্রমুখ।
দ্বিতীয় (নির্বাচনী) পর্বে ২১জন সাধারণ সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত ঘোষনা করা হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যবৃন্দরা হলেন সভাপতি শেখ ফয়েজ আহমেদ (দৈনিক নবচেতনা), সহ-সভাপতি যথাক্রমে মো: আবুল হোসেন আজাদ(দৈনিক খবর),আমিনুর ইসলাম বাবু(ডেইলি অবজারভার) ও ওয়ালী নেওয়াজ বাবু(বাংলা সংবাদ),সাধারণ সম্পাদক দিলীপ চন্দ(দৈনিক বাংলা৭১),যুগ্ম সাধারণ সম্পাদক মো: হায়দার আলী খান(দৈনিক আজকের প্রভাত),সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান(গ্লোবাল টেলিভিশন),কোষাধ্যক্ষ খন্দকার কামাল হোসেন (দৈনিক দেশজগত),তথ্য ও প্রযু্িক্ত বিষয়ক সম্পাদক মো:সাদ্দাম হোসেন(দৈনিক আলোকিত প্রতিদিন),দপ্তর সম্পাদক সবুজ দাস(ভোরের রানার),নির্বাহী সদস্যনিরঞ্জন মিত্র (দৈনিক দেশ),মুন্সী সুমন (দৈনিক বাংলাদেশ),মো: আতিয়ার রহমান(দৈনিক বাংলাদেশ সময়),মনির হোসেন পিন্টু(দৈনিক মানবজমিন),কবীর হোসেন(দৈনিক ভোরের কাগজ)।
সভার শুরুতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীরমুক্তিযোদ্ধা ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৮শে মে, ২০২৩