(আমি ভয় করব না ভয় করব না ।
দু বেলা মরার আগে মরব না , ভাই , মরব না।।
----গীতবিতান,স্বদেশ-৭ )
সেখানেই থেকে গেছে, যেখানে সে ঝরে
গিয়েছিল।
বিশ্বকবির শতবর্ষে,মে' মাসের উনিশের তীব্র
বজ্রপাতে।
নাম তার কমলা,তার সঙ্গে আরও দশজন।
আহা, ভালোবাসা মাখা এক ঝাঁক চেনা মুখ !
#
আজও থেকে গেছে ভাষাজননীর কাছে,
হৃদয়ের অন্তর-মহলে,
বড় বেদনার মতো থেকে গেছে ;
একজন নারী আর দশজন উন্নতশির।
এই ভারতের মহামানবের স্মৃতিরেখা ঘিরে।
ভাষাশহিদের মর্যাদায়, আমাদের ঘরে,
সাদা কালো অ্যালবামের ছবি হয়ে।
#
গীতাঞ্জলিতে আর অগ্নিবীণাতে থেকে গেছে।
#
সেই থেকে আজও জেগে তারা ।
প্রতিটি মিছিলে ,গানে ,শ্লোগানে শ্লোগানে,
বেলা অবেলায় আর কালবেলা ঘিরে ...
নারী ও পুরুষ হয়ে,প্রকৃত মানুষ হয়ে , বাংলা
ভাষায় মিশে আছে -- একষট্টির ঘাসে রক্তচিহ্ন
এঁকে।
#
বুকভরা ভালোবাসা সারা আকাশের মতো
বিছিয়ে দিয়েছে ওরা !
#
ওরা মানে , কমলা নামের এক প্রতিবাদী নারী ,
আগুনের শিখা হয়ে যাওয়া, দশজন সুজন
পুরুষ।
এগারোটি শান্ত, দৃঢ়,ঋজু মুখ,
ফুল হয়ে ফুটে আছে...
#
ভোলা যায় ?
ভোলা কি সম্ভব ?
আরণ্যক বসু
কোলকাতা
১৯শে মে, ২০২৩
অসাধারণ সব লেখা গুলো পড়ে মুগ্ধ হলাম
উত্তরমুছুন