আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এগারোটি শান্ত দৃঢ় মুখ ।। আরণ্যক বসু ।। কোলকাতা

    আরশি কথা

    এগারোটি শান্ত দৃঢ় মুখ......


    (আমি ভয় করব না ভয় করব না ।

     দু বেলা মরার আগে মরব না , ভাই , মরব না।। 

    ----গীতবিতান,স্বদেশ-৭ )


    সেখানেই থেকে গেছে, যেখানে সে ঝরে

    গিয়েছিল।

    বিশ্বকবির শতবর্ষে,মে' মাসের উনিশের তীব্র 

    বজ্রপাতে।

    নাম তার কমলা,তার সঙ্গে আরও দশজন।

    আহা, ভালোবাসা মাখা এক ঝাঁক চেনা মুখ ! 

    #

    আজও থেকে গেছে ভাষাজননীর কাছে,

    হৃদয়ের অন্তর-মহলে,

    বড় বেদনার মতো থেকে গেছে ;

    একজন নারী আর দশজন উন্নতশির।

    এই ভারতের মহামানবের স্মৃতিরেখা ঘিরে। 

    ভাষাশহিদের মর্যাদায়, আমাদের ঘরে,

    সাদা কালো অ্যালবামের ছবি হয়ে। 

    #

    গীতাঞ্জলিতে আর অগ্নিবীণাতে থেকে গেছে।

    #

    সেই থেকে আজও জেগে তারা ।

    প্রতিটি মিছিলে ,গানে ,শ্লোগানে শ্লোগানে,

    বেলা অবেলায় আর কালবেলা ঘিরে ...

    নারী ও পুরুষ হয়ে,প্রকৃত মানুষ হয়ে , বাংলা 

    ভাষায় মিশে আছে -- একষট্টির ঘাসে রক্তচিহ্ন 

    এঁকে।

    #

    বুকভরা ভালোবাসা সারা আকাশের মতো

    বিছিয়ে দিয়েছে ওরা !

    #

    ওরা মানে , কমলা নামের এক প্রতিবাদী নারী ,

    আগুনের শিখা হয়ে যাওয়া, দশজন সুজন 

    পুরুষ। 

    এগারোটি শান্ত, দৃঢ়,ঋজু মুখ,

    ফুল হয়ে ফুটে আছে...

    #

    ভোলা যায় ? 

    ভোলা কি সম্ভব ? 


    আরণ্যক বসু

    কোলকাতা

     

    ১৯শে মে, ২০২৩

    3/related/default