আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১৯শে মে ।। কবিতা ।। দীননাথ চক্রবর্তী, কোলকাতা

    আরশি কথা

    ।। ১৯শে মে ।।


    মনেই পড়েনা 

    কবে বৃষ্টি হয়েছিল ...কালবোশাখী 

    নিদ্রাহীন ঘর্মক্লিষ্ট রাত্রি 

    তবুতো বেশ ভালোই লাগে 

    ১৯শে মের শীতল বাতাস 


    যখন চুপিসারে ঢলে পড়ে বুকে ঠোঁটে 

    বেশতো লাগে 

    মনে হয় যেন 

    এইসবে ব্রহ্মপুত্র থেকে স্নান সেরে ফিরছে 

    হিতেশ বীরেন কুমুদ কমলা চণ্ডীচরণ

                                         সত্যেন্দ্র এবং 

    আমার তোমার নদীরা সব 

    বেশতো ভালোই লাগে।


    ভাবছিলাম এই গরমে আর বদ্ধ ঘরে নয় 

    শিলচরের চরেই বিছানা পাতবো 

    উপত্যকার মুখে গল্প শুনতে শুনতে ঘুমবো 

    বেশ ভালোই লাগবে কি বলো? 


    দীননাথ চক্রবর্তী, কোলকাতা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

    ১৯শে মে, ২০২৩



     

    3/related/default