আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অপেক্ষা ।। কবিতা ।। কানাডা থেকে স্বাগতা ভট্টাচার্য

    আরশি কথা

    অপেক্ষা..........।।


    কোন এককালে নিথর মনের গৃহকোণে,

    হঠাৎ ই হৃদয়ের দ্রুত হৃদস্পন্দনে,

    উল্লাসে দিশাহারা বাঁধনহারা কল্পনার শিখরে উঠা মন ডানা মেলে উড়ে ছিল কোন এক   মিলন মেলার মধুর আহ্বানে।

    ইচ্ছের কাঁধে ভর  করা  ব্যাকুল মন সাগ্রহে গুনে ক্ষণ ,

    আসবে কবে সেই মিলনক্ষণ হবে  দীর্ঘ প্রতীক্ষার বাস্তবায়ন।

    ..............................................

    মিলন মেলার পথে অবশেষে,

    মন আনন্দ নিকেতনে অপেক্ষা নামক শব্দটি হয় লাঞ্ছিত হয় পরাভূত কোন এক অশুভ শক্তির করাল গ্রাসে।


    স্বাগতা , কানাডা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৮শে মে, ২০২৩

     

    3/related/default