Type Here to Get Search Results !

শহিদ ১৯শে মে ভাষা দিবস স্মরণে কবিতা - 'মায়ের ভাষাতে' ঃ অখিল চন্দ্র পাল, করিমগঞ্জ

মায়ের ভাষাতে------'


শহিদ ভাইয়ের ক্রন্দন আজো

মর্মর ধ্বনিতে শুনি--------

পরিচ্ছন্ন আকাশে টুকরো- টুকরো মেঘ গুলো  ভিড় জমিয়েছে,কখনো বিদ্রূপে, কখনো ফুটন্ত লাভার মতো,,,,আর্তনাদ করে।

সযত্নে শ্রীভূমি ঈশান বাংলাকে ঘিরে রেখেছে।

নীরবে পথ হাঁটি, নিঃশব্দে বিস্বাদে,কন্ঠ-- রুদ্ধ।

পদধ্বনি শোনা যায় দৈত্য দানবেরা চক্রান্তের ঘৃণিত নক্সাটাকে স্বপ্নের পরিপাটিতে খসড়া সাজায়।


ভীরুতায়  নীল আাকাশে  চেয়ে থাকি--

বিষন্ন পীড়নে  ঝলসে যায় কবিগুরু, স্বামীজী,নেতাজীর শ্রীভূমি ঈশান বাংলা।

চারি দিকে ত্রাস, ভয়, ভীতি, দিন বদলের অঙ্ক কষে,ক্ষয় রোগে আচ্ছন্ন শ্রীভূমি ‌


বাংলার শব্দকোষ  ভয়ঙ্কর  বিকৃতি কলমে দখল নেয়,

দালালরা অদৃশ্যহাতে  নিজসত্তাকে সুলভ-শুভেচ্ছায় 

বিসর্জন দেয়‌।

পীড়িত নিঃশ্বাসে- দুঃসহ আঘাতে বিষিয়ে যায়-মন, প্রাণ,জীবন । তবু আমরা মায়ের ভাষাতে  কুয়াশা মাখা দিনগুলো প্রতিহত করবো।

গুপ্তঘাতী মুখোশধারী-- শয়তানরা ! ,,,,,জেনে রাখো।


- অখিল চন্দ্র পাল, করিমগঞ্জ 


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৯শে মে, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.