Type Here to Get Search Results !

মেক্সিকোতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার (০১ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নায়ারিত প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় টুইটারে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি একটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় প্রায় ১৫ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালানো হয় বলে প্রসিকিউটর কার্যালয় জানায়।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৮ জনের মধ্যে অন্তত ১১ জন নারী। আহতদের মধ্যে অন্তত ১১  শিশুকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসে থাকা সবযাত্রীই মেক্সিকান নাগরিক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১ মে, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.