১লা মে আন্তর্জাতিক মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস। গোটা বিশ্বের সঙ্গে রাজ্যজুড়ে পালিত হলো এই দিনটি।
বামফ্রন্টের সদর দপ্তরের দশরথ দেব ভবনে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংসদ মতিলাল সরকার।উপস্থিত ছিলেন শংকর প্রসাদ দত্ত, মানিক দে সহ বামপন্থী নেতৃত্ব। এদিকে কৃষ্ণনগরের জুনু দাস ভবনেও পালিত হয় মে দিবস।
এখানে পতাকা উত্তোলন করেন ডাঃ যুধিষ্ঠির দাস। পাশাপাশি মে দিবস উপলক্ষে রাজধানীতে রেলি বের করে প্রফেশনাল সেলস রিপ্রেজেনটেটিভস ইউনিয়ন। এদিকে সন্ধ্যায় প্যারাডাইস চৌমুহনীতে এক শ্রমিক সমাবেশ আয়োজন করে সিআইটিইউ।সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। এদিন সভায় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।অপর এক প্রসঙ্গে তিনি বলেন, তিপ্রাল্যান্ডের স্লোগান আসলে সামাজিক বিভাজনের জন্য। বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যেই এই ধরনের স্লোগান তোলা হয়েছিল।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১লা মে, ২০২৩