Type Here to Get Search Results !

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত বেড়ে ২৭ ঃ আরশিকথা দেশ-বিদেশ

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া হামলায় আরও অন্তত ৭৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।অন্যদিকে, ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ২৪ জন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৬৪ জন।

এর আগে গাজা ভূখণ্ডে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুজন নিহত হন। বৃহস্পতিবার (১১ মে) ভোরে গাজার হামাদ শহরের একটি ভবনের পঞ্চম তলার ভবনে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় মঙ্গলবার (৯ মে) সকাল থেকে গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর দাবি, তারা পিআইজের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
 
২০২৩ সালের শুরু থেকেই ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি আরও বেশি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর-দুই ভূখণ্ডে ১৩০ জন নিহত হয়েছেন।

আরশিকথা দেশ-বিদেশ

তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৪ই মে, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.