আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর আয়োজনে অক্ষয় তৃতীয়া মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানঃ ত্রিপুরা

    আরশি কথা

    আরশিকথা ডেস্ক, ত্রিপুরাঃ


    ২২ মে, সোমবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের স্বনামধন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজিত অক্ষয় তৃতীয়া মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

    প্রসঙ্গত, গত ১লা মে অক্ষয় তৃতীয়া উৎসবের ভাগ্যবান বিজয়ীদের লাকি ড্র এর মাধ্যমে বাছাই করা হয়েছিলো। সেই তিনজন ভাগ্যবান বিজয়ীদের এই অনুষ্ঠানে মেগা ড্র এর পুরস্কার হিসেবে তিনটি স্কুটি দেওয়া হয়। এই বছর ভাগ্যবান বিজয়ীরা হলেনঃ

    পঙ্কজ সাহা ( কুপন O0850)

    পূর্ণিমা দেবনাথ ( কুপন A1537 )

    শিপ্রা গোস্বামী ( কুপন B1333 )

    পুরস্কার পেয়ে প্রত্যেক বিজয়ীদের মুখেই  শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উন্নত পরিষেবা ও চমকে ভরা আয়োজনের কথা বার বার শোনা গেছে।



    সংস্থার অন্যতম পরিচালক অর্পিতা সাহা সকল ভাগ্যবান বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং অক্ষয় তৃতীয়া উৎসবে পাশে থাকার জন্য সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানান।

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর অপর পরিচালক রূপক সাহা বলেন, ভাগ্যবান বিজয়ীদের হাতে স্কুটি গুলি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।ত্রিপুরা এবং কলকাতা জুড়ে এই প্রতিষ্ঠানের গ্রাহক বন্ধুদের ধন্যবাদ জানাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। কারণ গ্রাহকরা জেভাবে এই উৎসবের বিশেষ আয়োজনে সাড়া দিয়েছেন, অংশ নিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব।

    এদিন এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


    আরশিকথা বিনোদন

    ২২শে মে, ২০২৩ 
     

    3/related/default