সামাজিক কার্যকলাপ বিশেষ করে শিক্ষা ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে রাজ্যের জনমানসে বিধান শিশুউদ্যান মেধা অন্বেষা একটি পরিচিত নাম। রাজ্যের বিদ্যালয়গুলিতে পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে, কিচেন গার্ডেন গড়ে তুলতে মেধা অন্বেষার ভূমিকা প্রশংসার যোগ্য।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে প্রতি বছর সাজেশান বই বিলি করে একমাত্র মেধা অন্বেষা। সংস্থার সামাজিক কার্যকলাপকে রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে ৮টি জেলা কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত মোতাবেক প্রথমে সদর জেলা কমিটি ঘোষণা করেন সংস্থার রাজ্য কনভেনার তথা শিক্ষক মনোজ রায়। সদর জেলা কমিটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে। কনভেনার ও কো কনভেনার মনোনীত হয়েছেন যথাক্রমে প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী ও সমাজ সেবী বিপ্লব চক্রবর্তী। ১১ জন কার্যকরী সদস্যরা হলেন প্রধান শিক্ষক রীনা দাস, শিক্ষক হিরন্ময় রায়, বাবুল পাল, মৌমিতা মজুমদার, পার্থ চক্রবর্তী ও তুষার কান্তি দে, সমাজসেবী শ্যামল কুমার দেব, পরিতোষ দেবনাথ ও পিযুষ কান্তি দে, ব্যাঙ্ক ম্যানেজার অভিজিৎ চক্রবর্তী এবং মহিলা কমিশনের আধিকারিক মান্না সাহা। শীঘ্রই বাকি ৭টি জেলা কমিটি ও ঘোষণা করা হবে বলে সংস্থার পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৫ই মে, ২০২৩