আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরার পর্যটন শিল্পের বহুল প্রচার ও সঠিক ব্রান্ডিং এর লক্ষ্যে সৌরভ গাঙ্গুলী'র সঙ্গে সাক্ষাৎ পর্যটন মন্ত্রীর

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজ্যের পর্যটন শিল্পকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য প্রয়োজন বহুল প্রচার ও সঠিক ব্রান্ডিং।  এর জন্য দরকার এমন একজন জনপ্রিয় ব্রান্ড অ্যাম্বাসেডর যাকে সারা বিশ্ব চেনে। ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কেই বা হতে পারে?


    এই পরিকল্পনা ও ভাবনার অঙ্গ হিসেবে আজ কলকাতায় ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী'র বেহালাস্থিত বাড়ীতে তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।


    খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক দীর্ঘ আলোচনায় ত্রিপুরার পর্যটনের বিকাশের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে  আলোচনা হয়। আজকের বৈঠকে শ্রী চৌধুরীর সাথে ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ও দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    তথ্য ও ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৩শে মে, ২০২৩
     

    3/related/default