মোঃ শাহ্ জালাল, ফরিদপুর,আরশিকথাঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আসন্ন ঈদুল আজহা (কুরবানী) উপলক্ষে গরু ব্যবসায়ী ও হাট মালিকদের সাথে নগরকান্দা থানা পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার বিকালে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন এর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুরবানী উপলক্ষে গরুর হাট বাজার গুলোতে শান্তি শৃঙ্খলা যাহাতে বিঘ্ন না ঘটে কোন প্রকার দূর্ঘটনা না হয় সেদিকে সতর্ক থাকতে থানা পুলিশের পক্ষ থেকে গরু ব্যবসায়ী ও মালিকদের অবগত করেন।কুরবানীর হাট গুলোতে যাতে করে প্রতি বছর কুরবানী আসার আগেই নগরকান্দা থানা পুলিশের উদ্যোগে গরু ব্যবসায়ী ও গরুর হাট মালিক (ইজারাদারদের) সতর্ক করা হয়।কুরবানীর সময় গরুর হাট গুলোতেই ঘটে দূর্ঘটনা যে কারনে আগেই ব্যবসায়ীদের সতর্ক করা হয়।ক্রেতা ও বিক্রেতাদের যাতে করে কোন অসুবিধা না হয় সে জন্য গরুর হাট গুলোর উপর থাকবে পুলিশের নজরদারি বললেন অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন।
থানা পুলিশের পরামর্শে গরু ব্যবসায়ীরা ও হাট মালিকগন এমন আয়োজনকে স্বাগত জানান।আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৪ই জুন, ২০২৩