উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট,আরশিকথাঃ
কচুয়ায় গরু পালন বিষয়ে প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে কচুয়া প্রেসক্লাব সভাকক্ষে ২ দিন ব্যপী গরু পালন বিষয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।১২ জুন থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা চলে ১৩ জুন পর্যন্ত।
অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কচুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।এ সময় উপস্থিত ছিলেন কচুয়া এপি ম্যানেজার সহ এপির প্রোগ্রাম অফিসার বৃন্দ।দুই দিনের গরু পালন বিষয়ে এ প্রশিক্ষণে ২২ জন ইউপিজি পরিবারের সদস্য অংশ নেয়।
এছাড়াও কচুয়া এপি অফিসে ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলাদা আরো একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।১১ জুন থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ ১৪ জুন শেষ হয়।প্রশিক্ষণে উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।এদিন উপজেলার ৫০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশ নেয়।আগামী ১৮ ও ১৯ জুন তারিখে পরবর্তী ব্যাচে বাকি প্রশিক্ষনার্থীরা অংশ নিবেন বলে এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার আমাদের জানান।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৪ই জুন, ২০২৩