প্রসেনজিৎ বিশ্বাস, বাংলাদেশ, আরশিকথাঃ
কুড়িগ্রাম রাজারহাট ঘড়িয়ালডাঙ্গায় (২৩ জুন) শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে রংপুর বিভাগীয় সনাতন মৈত্রী সংঘের নব নির্বাচিত কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি শ্রদ্ধাভাজন রবীন্দ্র নাথ কর্মকার,সাধারণ সম্পাদক (শিক্ষক)কমলেশ্বর রায় (যুগ্ন সাধারণ সম্পাদক), অমল চন্দ্র রায় (যুগ্ম সাধারণ সম্পাদক), সূর্য কমল রায়(অর্থ সম্পাদক), বিকাশ চন্দ্র দেব (দপ্তর সম্পাদক), বলরাম রায়(প্রচার সম্পাদক), শরৎচন্দ্র রায়(যুগ্ন প্রচার সম্পাদক), মিঠুন চন্দ্র রায়( যুগ্ন-বিদ্যানিকেতন সম্পাদক), যাত্রা মোহন বর্মন (তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক), অন্তর রায় (সহ-অর্থ সম্পাদক), পল্লব কুমার রায় সহ আরো অনেকেই।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৪ জুন, ২০২৩