আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কচুয়ায় ১২৫০ পরিবারের মাঝে ফলজ চারা গাছ বিতরণঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট,আরশিকথাঃ


    ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের মাঝে ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে। 

    এপির পক্ষ থেকে গত ২৫ জুন কচুয়া পিএফএ পর্যায়ে ফলজ চারা গাছ বিতরণের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়।পরে কচুয়া উপজেলার ৫ টি ইউনিয়ন কর্ম এলাকায় ১২৫০ পরিবারের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয়।সংস্থাটির পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে আম,কাঁঠাল ও আমলকী মিলে মোট ৩ টি করে চারা বিতরণ করে।পরিবার গুলো যেন ভবিষ্যতে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক ভাবে লাভবান হতে পারে সে লক্ষ্য নিয়ে এ চারাগুলো বিতরণ করা হয়েছে।

    বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম,এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার সমর হালদার,কল্লোল বেঞ্জামিন দাস,এপির কর্মকর্তা পলাশ রঞ্জন সরকার,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ প্রমুখ।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ২৬ জুন, ২০২৩


     



    3/related/default